![]() |
Advertisement |
‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে গায়ক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো। এর পরে তিনি গান গেয়েছেন আরও বেশ কয়েকটি। যার মধ্যে অন্যতম ‘এশিয়া’, ‘উই আর চ্যাম্পিয়নস’ গানগুলো।
বলা চলে, ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি গায়ক হিসেবেও এখন তারকাখ্যাতি পেয়ে গেছেন ব্রাভো। তাই সবসময়ই তার কাছ থেকে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে নতুন কিছুর। আর এসব বিষয়ে খুব একটা হতাশ করেন না ব্রাভো।
ঠিক যেমন, বর্তমানে উদ্ভূত করোনাভাইরাস নিয়ে তাকে অনুরোধ করা হয়েছিল গান গাওয়ার জন্য। যা দেখে দেরি করেননি এ ত্রিনিদাদের ক্রিকেটার। ‘আমরা হাল ছাড়ছি না’ শিরোনামে অনুপ্রেরণামূলক এক গান গেয়ে সেটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে।
তবে এর আগে ইন্সটাগ্রামে শুধু গানটির এক ভিডিও আপলোড করেছিলেন ব্রাভো। যেখানে তিনি লিখেন, ‘আমরা হাল ছাড়ছি না। আমার ভক্তরা বলছিল করোনা নিয়ে গান করতে। আমরা সবাই জানি এটা খুবই দুঃখজনক সময় আমাদের সবার জন্য। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই মিলে এ যুদ্ধে লড়তে হবে।’
এই গানটিতে সারা বিশ্বের সব দেশের জন্য দোয়াপ্রার্থনা করেছেন ব্রাভো। যেখানে তিনি বাংলাদেশের নামও উল্লেখ করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় যেসব নির্দেশনা দেয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলোও গানের ছলে বলেছেন ব্রাভো। সবমিলিয়ে অসাধারণ একটি গানই গেয়েছেন এ তারকা অলরাউন্ডার।
0 comments: