Saturday 31 March 2018

Return to editingTearful David Warner - আর কোনোদিন খেলতে চাই না



David Warner has pointedly refused to say whether he cheated for Australia before orchestrating the ball-tampering scandal that led to the disgrace and disbandment of his national team.



In a tearful first press conference since being suspended for 12 months and barred from any future leadership role with his country, the former vice-captain repeatedly dodged questions about his precise role in ‘Sandpaper-gate’ and about who else, if anybody, was involved.



If Cricket Australia (CA) had hoped that Warner’s comments would bring a close to a calamitous week, after emotional mea culpas by his fellow conspirators Steve Smith and Cameron Bancroft, they were gravely mistaken.



While he was clearly distraught, accepting in a statement that he had made a choice that he would “regret for as long as I live”, his subsequent question-and-answer session became a study in evasion, as Warner resorted time and again to a pre-prepared line that he was “here to take responsibility for my actions on day three at Newlands”.



Later Warner acknowledged that he had offered little clarity but explained that he was following the rules of an official CA review. “I know there are unanswered questions and lots of them,” he tweeted. “In time I will do my best to answer them all. But there is a formal CA process to follow. With so much at stake for my family and cricket I have to follow this process properly.”


Thursday 29 March 2018

Steven Smith Crying - বুকভাঙা কান্নায় ভেঙে পড়লেন স্মিথ !







অস্ট্রেলিয়ার সদ্য বরখাস্তকৃত অধিনায়ক স্টিভেন স্মিথ ওই ঘটনার সব দায়-দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছেন, তিনি আশা করছেন যে একদিন তিনি সম্মান ফিরে পাবেন, তাকে ক্ষমা করা হবে।
বৃহস্পতিবার সিডনিতে ফিরে সংবাদ সম্মেলনে বারবার কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, পুরো দায়-দায়িত্ব আমার। আমি বিচার বিশ্লেষণে ভুল করেছি। আমি দায়-দায়িত্ব গ্রহণ করছি। এটি নেতৃত্বের ব্যর্থতা, আমার নেতৃত্বের ব্যর্থতা।
তিনি বলেন, এই ঘটনায় যদি কিছু ভালো থাকে, তা হলো অন্যদের জন্য এটি শিক্ষার বিষয়। আমি আশা করছি, এটি পরিবর্তনের শক্তিতে পরিণত হবে। এ জন্য সারা জীবন আমি অনুতাপে ভুগব।
আবার দেশকে নেতৃত্ব দেয়ার আশা নিয়ে স্মিথ বলেন, অস্ট্রেলিয়ার নেতা হিসেবে সব দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। অন্য কারোর উপর দোষ চাপাতে চাই না। আমি বড় ভুল করেছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আশা করি আমাকে একদিন ক্ষমা করে দেয়া হবে। তবে এর জন্য সারা জীবন আমার অনুতাপ হবে। যদিও ঘটনার ভালো দিক হলো, আশা করি এখান থেকে অন্যরা শিক্ষা নেবে৷দেশকে নেতৃত্ব দেয়াটা গর্বের। আশা করি আবার দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁদে ফেলেন 'স্যান্ডপেসার গেট' কাণ্ডের নায়ক। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে চোখে পানি নিয়ে সংবাদ সম্মেলন ছাড়তে বাধ্য হন স্মিথ।
এদিনই দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে আসেন বল বিকৃতি কাণ্ডে তিন মাথা স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট৷বুধবারই এই তিন ক্রিকেটারকে নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Asia Cup 2018 - ICC থেকে বড় সুখবর বাংলাদেশ ক্রিকেটের জন্য !





Bangladesh holds goodwill of hosting successful multi-nation cricket tournaments. However, it was learned Sri Lanka might be awarded the tournament next year



Bangladesh and Sri Lanka will be in the running to host 2018 Asia Cup when the Asian Cricket Council meets in Dubai Monday. The ACC following a meeting in October 2015 in Singapore had named India as the host for tournament next year. But this came into doubt due to uncertainty surrounding Pakistan’s participation in the prevailing political climate between the two neighbours.



There is also an ongoing tussle between the Pakistan Cricket Board and the Board of Control for Cricket in India over India not hosting Pakistan for a bilateral series. The PCB in return had claimed compensation of $70m against BCCI for not honouring the agreement to hold a bilateral cricket series between the two nations.



asia cup 2018 cricket,



asia cup cricket 2018 date,



asia cup 2018 date and time,



asia cup 2018 cricket time table,



asia cup 2018 time table,



asia cup 2018 match schedule,



next asia cup cricket,



2018 asia cup qualifier,


bangal news





নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে দলীয় সিদ্ধান্তে বল টেম্পারিংয়ের মতো জঘন্য প্রতারণার ঘটনায় গত কয়েকদিন ধরে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দলের ওপর দিয়ে। তীব্র সমালোচনা ও প্রবল চাপের মুখে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। গোটা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দেয়া সেই ঝড়ের ঝাঁপটা থেকে রেহাই পাচ্ছেন না কোচ ড্যারেন লেম্যানও। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, অস্ট্রেলিয়া দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লেম্যান। যেকোনো মুহূর্তে তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আসলে খোলা নেই লেম্যানের সামনে।

Sunday 11 March 2018

শ্রীলংকার দেয়া ২১৫ রানের লক্ষ পূরণ করলো মুশফিকুর রাহিম

দুই বছর আগে এই মার্চ মাসে (২০১৬ সালের ২৩ মার্চ) ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে বিশ্ব টি-টোয়েন্টি আসরের বড় মঞ্চে নায়ক হওয়ার সুযোগ এসেছিল। শেষ ওভারে ১১ রান দরকার থাকা অবস্থায় পরপর দুই বাউন্ডারি হাঁকিয়েও জয়ের দোরগোড়ায় গিয়ে নিজের ভুলে ‘হতে গিয়ে খলনায়ক বনে গিয়েছিলেন তিনি।
কিন্তু এবার আর ভুল করেননি মুশফিক। একা লড়াই করেদলকে অবিস্মরণীয়, ঐতিহাসিক এক জয় উপহার দিয়ে ‘মহানায়ক’ হয়ে গেলেন মুশফিকুর রহীম।
২০১৬ সালের ২৩ মার্চ ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ ওভারে চার উইকেট হাতে থাকা অবস্থায় টাইগারদের দরকার ছিল ১১ রানের। ক্রিজে ছিলেন দুই ভায়রা মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। বোলার ছিলেন ভারতের ফাস্ট মিডিয়াম হার্দিক পান্ডিয়া ।
প্রথম বলে সিঙ্গেলস নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্ট্রাইক পেয়ে হিসেব একদম সহজ করে ফেললেন মুশফিক। পাঁচ বলে ১০ রান প্রয়োজন থাকা অবস্থায় পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান মুশফিকুর রহীম। দ্বিতীয় বলে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মুশফিকের। তৃতীয় বলে তিনি স্কুপ করে ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির পাশ দিয়ে সীমানার ওপারে বল পাঠিয়ে দেন।
একদম জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছাতে তিন বলে দরকার ২ রান; কিন্তু হায়! এমন সাজানো-গোছানো মঞ্চই কি না হঠাৎ ভেঙ্গে গেল! শেষ তিন বলে ওই দুটি মাত্র রান করা হয়নি। চতুর্থ বলটি স্লোয়ার ছুড়লেন হার্দিক পান্ডিয়া। শর্ট অফ লেন্থের ডেলিভারি গতি না ঠাউরে পুল করতে গেলেন মুশফিক। বল আকাশে ভেসে চলে গেল ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজার হাতে।
তারপরের বলে ভুল পথে হাঁটলেন মাহমুদউল্লাহ রিয়াদও। পঞ্চম বলটি ছিল ফুল টস। ফিল্ডিং লং অফ ও লং অন সীমানার ধারে। অনায়াসে সোজা ব্যাটে খেলে সিঙ্গেলস নিতে পারতেন। তাতে ম্যাচ টাই হয়ে যেত; কিন্তু তা না করে ফুলটস ডেলিভারিকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে উল্টো ক্যাচ আউট হলেন রিয়াদ।
শেষ বলে ২ রান দরকার থাকা অবস্থায় শুভাগত হোম ব্যাটে বলে করতে পারেননি। অপর প্রান্তের ব্যাটসম্যান মোস্তাফিজ দৌড়ে আসার আগেই ধোনি বেলস তুলে নিয়ে উল্লাসে মেতে উঠলেন। ভারতের মাটিতে তাদেরই হারানোর সুবর্ণ সুযোগ হয়েছিল হাতছাড়া।
নায়ক হতে হতে খলনায়ক বনে গিয়েছিলেন মুশফিক আর রিয়াদ। দুই বছর পর এবার সত্যি সত্যিই নায়ক মুশফিক। লিটন দাস আর তামিম ইকবাল দারুণ শুরু করে দিলেও মাঝে বাংলাদেশ ‘স্টাইলে’ই ছন্দপতন। ইনিংসের মাঝামাঝি হঠাৎ ছন্দপতন শুরু হয়। রানের গতি একটু কমে যেতে শুরু করে।
উইকেটের পতনও ঘটতে শুরু করে। এরকম অবস্থায় চার নম্বরে নেমে অসীম সাহস, অবিচল আস্থা আর জয়ের অদম্য বাসনায় একা লড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দিলেন মুশফিক। থিসারা পেরেরার করা ইনিংসের শেষ ওভারে ৯ রান প্রয়োজন থাকা অবস্থায় মুশফিক চার বলেই ম্যাচ শেষ করে দিলেন।
প্রথম বল এক্সট্রা কভারে ড্রাইভ করে ডাবলস। পরের বলে পয়েন্টে ফ্ল্যাশ করে বাউন্ডারি। তিন নম্বর বলে লং অনে ঠেলে ডাবলস আর চার নম্বর ডেলিভারিকে মিড উইকেটে পাঠিয়েই ঠিক জয়ের লক্ষ্যে পৌছে দিলেন দলকে। সত্যিই এক ঐতিহাসিক জয়। অবিস্মরনীয় জয়।
৩৫ বলে ৭২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়ে দেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়ের নায়ক মুশফিক। আগে কখনো ১৬৬ রানের বেশী রান তাড়া করে জয়ের রেকর্ড ছিলনা যে দলের, সে ই বাংলাদেশ আজ কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২১৪ রানের হিমালয় সমান তাড়া করে জিতলো।
জয়তু মুশফিক। জয়তু বাংলাদেশ। অভিনন্দন টাইগারদের।
bangladesh vs srilanka, bangladesh vs srilanka live #BANvsSL