Friday 27 March 2020

হোম কোয়ারেন্টাইনে মাশরাফি সন্তানের সাথে ক্যারাম খেলছেন - Cricketer Mash...

"আমরা হাল ছাড়ছি না" শিরোনামে ডিজে ব্রাভোর গান - DJ Bravo Song | Cricket ...





‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে গায়ক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো। এর পরে তিনি গান গেয়েছেন আরও বেশ কয়েকটি। যার মধ্যে অন্যতম ‘এশিয়া’, ‘উই আর চ্যাম্পিয়নস’ গানগুলো।
বলা চলে, ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি গায়ক হিসেবেও এখন তারকাখ্যাতি পেয়ে গেছেন ব্রাভো। তাই সবসময়ই তার কাছ থেকে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে নতুন কিছুর। আর এসব বিষয়ে খুব একটা হতাশ করেন না ব্রাভো।
ঠিক যেমন, বর্তমানে উদ্ভূত করোনাভাইরাস নিয়ে তাকে অনুরোধ করা হয়েছিল গান গাওয়ার জন্য। যা দেখে দেরি করেননি এ ত্রিনিদাদের ক্রিকেটার। ‘আমরা হাল ছাড়ছি না’ শিরোনামে অনুপ্রেরণামূলক এক গান গেয়ে সেটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে।
তবে এর আগে ইন্সটাগ্রামে শুধু গানটির এক ভিডিও আপলোড করেছিলেন ব্রাভো। যেখানে তিনি লিখেন, ‘আমরা হাল ছাড়ছি না। আমার ভক্তরা বলছিল করোনা নিয়ে গান করতে। আমরা সবাই জানি এটা খুবই দুঃখজনক সময় আমাদের সবার জন্য। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই মিলে এ যুদ্ধে লড়তে হবে।’
এই গানটিতে সারা বিশ্বের সব দেশের জন্য দোয়াপ্রার্থনা করেছেন ব্রাভো। যেখানে তিনি বাংলাদেশের নামও উল্লেখ করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় যেসব নির্দেশনা দেয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলোও গানের ছলে বলেছেন ব্রাভো। সবমিলিয়ে অসাধারণ একটি গানই গেয়েছেন এ তারকা অলরাউন্ডার।

Wednesday 25 March 2020

মুশফিক, তামিমরা বেতনের ৩১ লাখ টাকা দিচ্ছেন জনগণকে - Bangladesh Cricket N...





আসসালামুআলাইকুম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে।

সেটির অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। আমরা এই মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ যাদের গৃহবন্দী থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।

তহবিলে জমা পড়েছে প্রায় ৩০ লাখ টাকার মতো। কর কেটে থাকবে ২৬ লাখ টাকা। করোনার বিরুদ্ধে জিততে হলে আমাদের এই উদ্যোগ হয়তো যথেষ্ট নয়। কিন্তু যাদের সামর্থ্য আছে সবাই যদি এক সঙ্গে এগিয়ে আসেন কিংবা ১০জনও যদিও এগিয়ে আসেন, এই লড়াইয়ে আমরা অনেক এগিয়ে যাব। হ্যাঁ, এরই মধ্যে করোনা মোকাবিলায় অনেকে এগিয়ে এসেছেন। তাদের অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু বৃহৎ পরিসরে যদি আরও অনেকে এগিয়ে আসে, তাহলে আমরা এই লড়াইয়ে জিততে পারব ইনশাআল্লাহ। সেই সহায়তা হতে পারে ১০০, ৫০০০ কিংবা ১ লাখ টাকা দিয়ে। টাকা দিয়ে না হোক হতে পারে দুস্থ মানুষকে খাবার কিনে দিয়ে। আসুন পুরো দেশকে আমরা একটা পরিবার ভেবে চিন্তা করি এবং এই বিপদে সবাই সবাইকে সহায়তা করি। আল্লাহ আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। ইনশাআল্লাহ

Monday 23 March 2020

Cricket Quiz: Can You Guess Cricketers With Their Bowling Actions?

Cricket Quiz: Can You Guess Cricketers With Their Bowling Actions?
<iframe width="480" height="270" src="https://www.youtube.com/embed/pSJTlmqaMig?clip=





What is The Name of This Bowler ?



Number 1 Mohammad Amir

Number 2 Mashrafe bin mortaza

Number 3 Pat Cummins



What is The Name of This Bowler ?



Number 1 Jasprit Bumrah

Number 2 Kagiso Rabada

Number 3 Ishant sharma



What is The Name of This Bowler ?



Number 1 R Ashwin

Number 2 Nathan Layon

Number 3 Shakib al Hasan



What is The Name of This Bowler ?



Number 1 Mujeeb ur rahman

Number 2 Mohammad saifuddin

Number 3 mitchell Starck



What is The Name of This Bowler ?



Number 1 Taskin Ahmed

Number 2 Rubel Hossain

Number 3 Al Amin Hossain



What is The Name of This Bowler ?



Number 1 Trent Boult

Number 2 Yuzvendra Chahal

Number 3 DJ Bravo



What is The Name of This Bowler ?



Number 1 Kuldeep Yadav

Number 2 Bhuvaneshwar Kumar

Number 3 Mushtafizur Rahman



What is The Name of This Bowler ?



Number 1 Lasith Malinga

Number 2 akila dananjaya

Number 3 mark wood



What is The Name of This Bowler ?



Number 1 Shadab Khan

Number 2 Mehidy Hasan Miraz

Number 3 Adam zampa



What is The Name of This Bowler ?



Number 1 Adil rashid

Number 2 rashid khan

Number 3 imran tahir

Thursday 19 March 2020

Top 10 Beautiful Wives of Bangladeshi Cricketers | Husband





Top 10 Beautiful Wives of Cricketers:

1. Umme Ahmed Shishir is a Bangladeshi model and software engineer. She is the wife of famous Bangladeshi cricketer, Shakib Al Hasan.



2.Mashrafe is a name of hope and joy in the Bangladesh cricket team. The name of the wife of Mashrafe bin Mortaza is Sumona Haque Sumi (Sumi).



3. Bangladesh all-rounder Mehedi Hasan Miraz began the second innings of his life when he got married to Rabeya Akter Priti Thursday at Kashipur in Khalishpur, Khulna. The couple, who have been in a relationship for six years, will complete the wedding reception after Eid-ul-Fitr.



4. Jannatul Kawsar Mishti | Mahmudullah Riyad wife biography. In team Bangladesh, Mahmudullah Riyad is the gentle player. And Jannatul Kawsar Mishti is her wife.



5. Here we are going to inform you about Jannatul kefayat. She is the wife of Bangladeshi talented cricketer Mushfiqur Rahim. Cricket lovers and fans of Rahim are really happy to having a sister-in-law like her.



6. Bangladesh pacer Mustafizur Rahman after returning from New Zealand, got married to Samia Parvin in an intimate wedding ceremony on Friday evening at Hadipur in Satkhira.



7. Sabbir Rahman's career has shaped out in such an extent that he has been labelled as a 'bad boy' of cricket. Recently, he got married to a girl named 'Arpa' at his residence.



8. Sensational cricket player Liton Kumar Das got engaged to Devasri Biswas who is an MBA student of Bangladesh Agriculture University, in Dinajpur. Liton and Devasri's engagement ceremony took place at his fiance's residence on April 18, 2019.



9. Soumya Sarkar gets married. Bangladeshi batsman Soumya Sarkar tied the knot with Priyonti Debnath Puja on Wednesday midnight. The marriage ceremony took place at Khulna Club. His wife, 19-year-old Puja, is the daughter of Gopal Debnath hailing from Tutpara in Khulna.



10.Tamim Iqbal is the dashing opener of Bangladesh cricket team. At 2013 he has married with Ayesha Siddiqa.