Sunday, 28 October 2018

BPL Player Draft 2019





The players' draft of the sixth edition of the BPL T20 took place at Radisson Blu Water Garden Hotel in Dhaka Sunday.
FULL SQUADS
Rangpur Riders: Chris Gayle, Mashrafe bin Mortaza, Nazmul Islam, Mohammad Mithun, AB de Villiers, Alex Hales, Benny Howell, Oshane Thomas, Abul Hasan, Fardeen Hossain, Nahidul Islam, Nadif Chowdhury, Ravi Bopara, Rilee Rossouw, Farhad Reza, Mehedi Maruf, Shafiul Islam and Sohag Gazi
Dhaka Dynamites: Shakib al Hasan, Sunil Narine, Rovman Powell, Kieron Pollard, Andre Russell, Hazratullah Zazai, Naeem Sheikh, Asif Hasan, Shahadat Hossain, Qazi Onik, Mizanur Rahman, Andrew Birch, Ian Bell, Rony Talukdar, Shuvagata Hom, Rubel Hossain and Nurul Hasan
Sylhet Sixers: Nasir Hossain, Sabbir Rahman, Liton Das, Sohail Tanvir, David Warner, Sandeep Lamichhane, Pat Brown, Nicholas Pooran, Mehedi Hasan Rana, Gulbadin Naib, Andre Fletcher, Alok Kapali, Zakir Ali, Nabil Samad, Ebadat Hossain, Fabian Allen, Mohammad Irfan, Al Amin Hossain, Towhid Hridoy, Afif Hossain and Taskin Ahmed
Khulna Titans: Mahmudullah, Ariful Haque, Nazmul Hossain Shanto, Carlos Brathwaite, Dawid Malan, Ali Khan, Brendan Taylor, Lasith Malinga, Yasir Shah, Tanvir Islam, Mahidul Ankon, Subashish Roy and Junaid Siddique, Zaheer Khan, Sherfane Rutherford, Taijul Islam, Al Amin, Jahurul Islam and Shariful Islam
Comilla Victorians: Tamim Iqbal, Imrul Kayes, Mohammad Saifuddin, Shoaib Malik, Asela Gunaratne, Liam Dawson, Amin Yamin, Evin Lewis, Waqar Salamkheil, Shamsur Rahman, Sanjit Saha, Mosharraf Hossain, Mohammad Shahid, Shahid Afridi, Thisara Perera, Abu Haider Rony, Anamul Haque, Mehedi Hasan and Ziaur Rahman 
Rajshahi Kings: Mominul Haque, Mehedi Hasan Miraz, Mustafizur Rahman, Zakir Hasan, Qais Ahmed, Christiaan Jonker, Mohammad Sami, Seekkuge Prasanna, Ryan ten Doeschate, Marshall Ayub, Kamrul Rabbi, Isuru Udana, Laurie Evans, Arafat Sunny, Soumya Sarkar, Fazle Rabbi and Alauddin Babu
Chittagong Vikings: Mushfiqur Rahim, Sikandar Raza, Luke Ronchi, Sanjamul Islam, Mohammad Shahzad, Robbie Frylinck, Shadman Islam, Najibullah Zadran,  Yasir Ali Chowdhury, Nihaduzzaman, Mohammad Ashraful, Robiul Haque, Cameron Delport, Dasun Shanaka, Syed Khaled Ahmed, Nayeem Hasan, Mosaddek Hossain and Abu Jayed

Saturday, 13 October 2018

জীবন যুদ্ধ থেকে যে ক্রিকেটার এখন বাংলাদেশ দলে - Bangladesh Cricket News





Bangladesh have called up batsman Fazle Rabbiand recalled all-rounder Mohammad Saifuddin to cover for the injured Shakib al Hasan and Tamim Iqbal in three one day internationals against Zimbabwe starting October 21.
Rabbi, 30, has never played for the full international side but has been rewarded for strong performances in Bangladesh A's tour of Ireland this year. Saifuddin last played for the national side in January.
Hasan has a finger injury expected to sideline him for three months, while Tamim has a wrist injury suffered at the Asia Cup last month.
The series starts in Dhaka before the final two matches are held in Chittagong on October 24 and October 26.
Bangladesh squad:
Mashrafe Bin Mortaza (Captain), Liton Kumar Das, Imrul Kayes, Nazmul Hossain Shanto, Mushfiqur Rahim, Mohammad Mithun, Mahmud Ullah, Ariful Haque, Mehidy Hasan Miraz, Mustafizur Rahman, Nazmul Islam Apu, Rubel Hossain, Abu Haider Rony, Mohammad Saifuddin, Fazle Rabbi

Thursday, 11 October 2018

এইমাত্র BCB ১৫ সদস্যের নতুন ক্রিকেট দলের নাম ঘোষণা করলো ! Bangladesh Cricket Squad





জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র নতুন মুখ ফজলে রাব্বি।
আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে রাব্বি।

এইমাত্র BCB ১৫ সদস্যের নতুন ক্রিকেট দলের নাম ঘোষণা করলো ! Bangladesh Cricket Squad





জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র নতুন মুখ ফজলে রাব্বি।
আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে রাব্বি।

বাংলাদেশের নতুন ক্রিকেট দল অনুমোদনের অপেক্ষায় - Bangladesh Cricket News





The Bangladesh national cricket team, nicknamed The Tigers, is administered by the Bangladesh Cricket Board. Bangladesh is a full member of the International Cricket Council with Test and One Day International status.

Tuesday, 9 October 2018

পাপন এসব কি বললেন সাকিবের ইনজুরি নিয়ে ? Cricket Today News





Bangladesh Cricket Board President Nazmul Hasan Papon, on Tuesday, has made several revelations about ace all-rounder Shakib Al Hasan’s finger injury.



While talking to one of the television channels, BCB head said, “We even didn’t know that Shakib Al Hasan was going to participate in Asia Cup, 2018 because neither team physiotherapist nor Shakib himself informed us about that.”


Monday, 8 October 2018

BPL - 2019 নিয়ে হঠাৎ এ কি সংবাদ প্রকাশ হলো !





The 2018-19 BPL season is scheduled to be the sixth season of the Bangladesh Premier League (BPL), the top level professional Twenty20 cricket franchise league in Bangladesh. The competition was organised by the Bangladesh Cricket Board (BCB), featuring seven teams from seven cities. Teams will be restricted to having four overseas players per side, instead of five in the previous edition of the tournament.[1] Rangpur Riders are the defending champions


Sunday, 7 October 2018

জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়তে মাশরাফিদের ১৫ অক্টোবর ক্যাম্প শুরু !

কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না সাকিব - Bangladesh Cricket News





আঙুলের চোটে সংযুক্ত এশিয়া কাপের মাঝপথে দেশে ফেরেন সাকিব আল হাসান। অস্ত্রোপচারের জন্য দ্রুতই যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা ছিল তার। কিন্তু হাতের ব্যথার তীব্রতায় সাকিবকে পরের দিন নিয়ে যাওয়া হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেখানে সাকিবের হাতে ছোট একটি অস্ত্রোপচার করা হয়। তার হাত থেকে দুই দফায় পুঁজ বের করা হয়েছে।
অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও চোটগ্রস্ত হাতের অবস্থা বুঝতে ৫ অক্টোবর, শুক্রবার সাকিব পাড়ি জমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গ্রেগ হয়ের পরামর্শ নেবেন তিনি। তবে দেশ ছাড়ার আগে বিষাদমাখা এক খবর দিয়ে গেলেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক (র.) বিমানবন্দরে সাকিব জানান, আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না তার আঙুল।
এ নিয়ে সাকিবের ভাষ্য, ‘ইনজুরির দিক থেকে এটাই তো আসলে সবথেকে বড়। এর আগে যে সার্জারিটা হয়েছিল ওটা খুব বেশি দিনের না, ওটা প্রথমেই যদি সঠিক ট্রিটমেন্ট হতো তাহলে অনেক কম সময়ে হয়ে যেত। তবে ওটা আসলে অত বেশি চিন্তার ছিল না। তবে এটা আমার কাছে মনে হয় অত বেশি। একটা জিনিস যে, হাতটা পুরোপুরি তো আর ওইভাবে ঠিক হবে না, কিন্তু ক্রিকেট খেলার মতো ঠিক করতে হবে আঙুলটা।’
চোটগ্রস্ত আঙুলটি পুরোপুরি ঠিক না হলেও খেলার জন্য উপযোগী করে তুলতেই মেলবোর্ন যাত্রা সাকিবের। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, ‘ওই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। কারণ, এটা হচ্ছে হাড্ডিটা যেটা নরম হাড্ডি। এটা আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নাই। তবে সার্জারিটা হবে এমন যে, ওরা এমন একটা সিচুয়েশনে এনে দিবে, যেন আমি ব্যাট-ট্যাড ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালাতে পারব।’
আপাতত চিকিৎসককে দেখিয়ে পাঁচ দিন পর ফিরে আসবেন। ইনফেকশন শূন্যতে নেমে এলেই হবে অস্ত্রোপচার। তখন আবারও উড়াল দিতে হবে। এ নিয়ে সাকিব বলেন, ‘আসলে ইনফেকশন আমার সবথেকে বড় টেনশনের জায়গাটা। কারণ, ওটা যতক্ষণ পর্যন্ত না জিরো পার্সেন্টে আসবে, কোনো সার্জন হাত দিবে না। কারণ ওখানে হাত দিলে পরে বোনে চলে যাবে আর হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট। এখন আমার মেইন পয়েন্ট হচ্ছে কীভাবে ইনফেকশনটা সারানো যায়। অস্ট্রেলিয়ায় আমি ইনফেকশনের ট্রিটমেন্টের জন্যই যাচ্ছি, আর কোনো ট্রিটমেন্টের জন্য যাচ্ছি না।’
চিকিৎসকদের মতে, কমপক্ষে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা হতে পারে আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে। তবে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শুরু থেকেই খেলার ব্যাপারে আশাবাদী সাকিব। 
ঢাকা ডায়নামাইটস অধিনায়কের ভাষ্য, ‘এখন অস্ট্রেলিয়া যাচ্ছি, ওরা যদি বেটার কোনো ট্রিটমেন্ট দিতে পারে তাহলে আরো তাড়াতাড়ি হয়তো সারার সম্ভাবনা থাকবে। এখন মূল যেটা হয়েছে, ইনফেকশনটা তো দূর করতে হবে। ওটা চলে গেলেই আসলে বুঝা যাবে কত সময় লাগবে। আর মেইন সার্জারি যেটা করার কথা, ওটা হলে ছয় থেকে আট সপ্তাহ। সাধারণত ছয় সপ্তাহ লাগে। দুই সপ্তাহ বেশি ধরা হয়। যদি ছয় সপ্তাহ হয় তাহলে বিপিএলের বেশ আগেই ফিট হয়ে যাব ইনশাআল্লাহ।’
এ বছরটা আর মাঠে নামা হচ্ছে না সাকিবের। যা বড় প্রভাব ফেলবে বাংলাদেশ দলে। তবে এটা মানতে নারাজ সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের মতে, শুধু সাকিব-তামিম কেন, আরও কয়েকজন না খেললেও কোনো সমস্যা হবে না। জুনিয়রদের ওপর শতভাগ আস্থাই রাখছেন বাংলাদেশ ক্রিকেটের এই ‘পোস্টার বয়’।
প্রিয় খেলা/আজাদ চৌধুরী

Friday, 5 October 2018

আজ জন্মদিনে মাশরাফিকে প্রধানমন্ত্রী যে উপাধি দিলেন





বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। শুধু এতটুকু বলে তার অসাধারণ জীবনের বর্ণনা দেওয়া সম্ভব নয়। কারণ এই নামের পরশ পাথরের কারণেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ লাল-সবুজের দেশকে জিতিয়ে চলেছেন তিনি। তিনি হয়ে উঠেছেন সবারই নেতা। সেই নেতার আজ (৫ অক্টোবর) শুভ জন্মদিন।

১৯৮৩ সালের আজকের দিনটিতে নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মেছিলেন এই তারকা ক্রিকেটার। কাকতালীয়ভাবে ছেলে সাহেলেরও জন্ম আজকের দিনেই। ২০১৪ সালে ঢাকায় জন্ম হয় মাশরাফি-সুমির প্রথম পুত্রের।
মাশরাফি বিন মর্তুজার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। তিনি আজ ৩৫ পেরিয়ে ৩৬ বছরে পা রাখলেন। 
তবে মাশরাফি নামে পরিচিত নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অদ্ভুত এক ভালোবাসা কাজ করতো। এমনও অনেক দিন গেছে যে নাওয়া-খাওয়া ভুলে সারাদিন খেলার মাঠেই পড়ে ছিলেন দুরন্ত সেই কিশোর।
দিন বদলের অধিনায়ক মাশরাফি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় শুধু নয়, মানুষও।
বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর যেন এই মাশরাফি। তাই তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসাও। শত বছর বেঁচে থাকুক মাশরাফি। হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসা নিয়ে।
২০০১ সালে টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে মাশরাফির। ২০০৯ পর্যন্ত এই ফরম্যাটে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। তুলে নিয়েছেন ৭৮টি উইকেট। তবে অবসরের ঘোষণা না দিলেও টেস্টে হয়তো তিনি আর ফিরবেন না।
একই বছর ওয়ানডেতে অভিষেক ঘটে এই গতি তারকার। সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত ৫০ ওভারের ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন ২৫০টি উইকেট (এখন পর্যন্ত ২৫১)। আর ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফি ৫৪ ম্যাচে ৪২টি উইকেট পেয়েছেন। 

Thursday, 4 October 2018

BPL 6 : মুশফিকুর রহিমের জন্য বিশেষ ব্যবস্থা BPL Cricket



ক্রিকেট খেলার সকল আপডেট সবার আগে জানতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুকে।  ফেইসবুক লিংক : https://www.facebook.com/crickettodaylive