Wednesday, 18 April 2018

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১০ ক্রিকেটার, বাদ পড়লেন ৬ জন খেলাধুলা ! Cricket Today





গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের মধ্য থেকে ৬ জনকে বাদ দেয়া হয়েছে। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
 
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান বাদ পড়েছেন।
 
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল।
 
এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।  অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।



Tuesday, 10 April 2018

Star Sports Live Cricket Match





TV broadcaster Star India has been awarded the audio-visual production rights for this year’s edition of the Indian Premier League (IPL) Twenty20 cricket tournament.
The rights were awarded by the Board of Control for Cricket in India (BCCI). The deal also covers the country’s 2018/19 domestic season, and the BCCI reserves the right to extend the contract for an additional year.  
Indian newspaper The Hindu reports that Star and IMG were the only two interested parties, with Star’s Rs 9.5 crore (US$1.5 million) bid proving enough to fend off the global media agency and secure the rights. The Hindu added that this year will represent the first time that the IPL’s rights holder will also produce live coverage of the competition.
Last September, Star India acquired all media rights to the IPL in a five-year deal worth Rs16,347.50 crore (US$2.55 billion), replacing Sony.
The 2018 IPL season gets underway on 7th April, when last year’s champions the Mumbai Indians host the Chennai Super Kings, who are returning to the competition after serving a two-year suspension.

Sunday, 8 April 2018

Tuesday, 3 April 2018

লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি



ধোনি একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তিনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রেটিংয়ে জানুয়ারী ২০১০ সালেধোনি ... ২০০৯ সালে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের স্বপ্নের টেস্ট একাদশ দলের অধিনায়ক হিসেবে ঘোষিত হন এবং ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ১০ ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থানীয় হিসেবে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি। 

Monday, 2 April 2018

Mash captured 38 wickets in 15 matches





Dhaka – Tigers ODI side captain Mashrafe Bin Moratza has become the most wicket getter in one session of the List ‘A’ cricket in Bangladesh.
 Mash captured 38 wickets in 15 matches, averaging 14.21 runs, in the 12-team Dhaka Premier Division Cricket League (DPDCL) 2018 to leapfrog the previous record of pace bowler Abu Hider Rony, who got 35 wickets in 16 matches, at average 18.42 runs, in the 2017 session for Gazi Group Cricketers.
Mash set the record when his side Abahani Ltd edged close in to clinch the title of the DPDCL after a huge 127-run win against Khelaghar Samaj Kallyan Samity in the 4th round super-league match at Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur on Monday.
Mash needed one wicket more on the day’s match against Khelaghar to cross the milestone and got three wickets conceding 32 runs in eight overs to set the new record.