Advertisement |
নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে দলীয় সিদ্ধান্তে বল টেম্পারিংয়ের মতো জঘন্য প্রতারণার ঘটনায় গত কয়েকদিন ধরে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দলের ওপর দিয়ে। তীব্র সমালোচনা ও প্রবল চাপের মুখে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। গোটা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দেয়া সেই ঝড়ের ঝাঁপটা থেকে রেহাই পাচ্ছেন না কোচ ড্যারেন লেম্যানও। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, অস্ট্রেলিয়া দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লেম্যান। যেকোনো মুহূর্তে তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আসলে খোলা নেই লেম্যানের সামনে।
0 comments: